ক্রীড়া ডেস্ক

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

শাস্তি কমবে এমবাপ্পের!

লিগ ওয়ানে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড আর নিয়ম বিরুদ্ধ আচরণে তার ভাগ্যে জুটেছে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। বলা হচ্ছে এমন শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। মূলত যাকে ঘিরে এমন কান্ড সেই তেজি সাভানিয়ে আপিল করেছেন তার শাস্তির বিরুদ্ধে। তাতে কপাল খুলেছে এমবাপ্পেরও আগামী সপ্তাহে পুনরায় বিবেচনা করা হবে তাদের সিদ্ধান্ত তাই বৃহস্পতিবারের মধ্যে ক্লাব দুইটি এ ব্যাপারে একটা সিদ্ধান্ত পেয়ে যাবে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ খানিকটা সময় পার করে ফেলেছেন এমবাপ্পে। তবে এই সময়ে লাল কার্ড দেখার মতো কান্ড করেননি। ১ সেপ্টেম্বর লিগ ওয়ানে মেজাজ হারিয়ে অনাকাক্সিক্ষত সেই ঘটনা ঘটিয়ে ফেলেন ফরাসি ফরওয়ার্ড। নিঁমের বিপক্ষে ৪-২ গোলে জয়ের দিনে প্রথমার্ধে একবার হলুদ কার্ড দেখেন। শেষ দিকে নিঁমের খেলোয়াড় সাভানিয়ের সঙ্গে সংঘর্ষে জড়ালে নিয়ম অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড দেখেন এমবাপ্পে। ম্যাচের শেষ দিকের এই ঘটনায় সাভানিয়েকেও দেখানো হয় লাল কার্ড। আগেই কান্ড বাধানোতে তার নিষেধাজ্ঞা গিয়ে দাঁড়ায় পাঁচ ম্যাচে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close