ক্রীড়া ডেস্ক

  ০৯ জুলাই, ২০১৮

ওজিলকে জার্মানি ছাড়ার নির্দেশ বাবা মুস্তাফার

প্রান্তসীমায় আসা রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছে জার্মানি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পথচলা থেমে গেছে গ্রুপ পর্বের শুরুতেই। জার্মানদের এই ভরাডুবির কারণ হিসেবে মেসুত ওজিলের অন্তর্ভুক্তটাকে বড় করে দেখছেন কেউ কেউ। এবারের বিশ্বকাপে ওজিল যেন নিজের ছায়া হয়েছিলেন। এর চেয়ে বিবর্ণ ক্যারিয়ারে আর কখনোই দেখা যায়নি তাকে। জার্মানির বিশ্বকাপ ব্যর্থতার দায়টা তাই তার ওপর একটু বেশিই পড়েছে। অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই ওজিলকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন জার্মান ফুটবলবোদ্ধারা। তবে কারণটা পারফরম্যান্স নয়, কারণটা ছিল অন্য। বিশ্বকাপ শুরু আগে তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ানকে ওজিল উপহার দেন একটি জার্সি। সেই ঘটনার রেশ নাকি বিশ্বকাপে প্রভাব ফেলেছে। ওজিল নাকি বিশ্বকাপে মনোনিবেশের বদল এরদোয়ানের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত ছিলেন। যে কারণে স্বাভাবিক পারফরমটা করতে পারেননি আর্সেনালের মধ্যমাঠের প্রাণভোমরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে জার্মানি ২-০ গোলে যাওয়ার পর থেকেই শুরু হয় ওজিলের মু-ুপাত। সামলোচকদের তিরে এখনো বিদ্ধ হচ্ছেন ওজিল।

স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন ওজিল। ছেলের ওপর এ ধরনের আক্রোশ তৈরি হওয়ায় ভীষণ চটেছেন বাবা মুস্তাফা। ক্ষুব্ধ হয়ে তিনি ছেলেকে জার্মানি দলকে বিদায় জানানোর পরামর্শ দিয়েছেন। মুস্তাফা বলেছেন, ‘ওজিল যদি আমার ছেলে হয়ে থাকে সে জার্মানি দল থেকে অবসর নেবে।’ ওজিল অবশ্য এখন পর্যন্ত কিছু বলেননি। তবে এরদোয়নের সঙ্গে সাক্ষাৎ পর্বটাকে নিজের একান্তই ব্যক্তিগত ব্যাপার বলে জানিয়েছেন আর্সেনালের তারকা ফুটবলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist