ক্রীড়া ডেস্ক

  ০৬ জুন, ২০১৮

টাইগারদের নতুন কোচ রোডস?

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর নতুন কোচের সন্ধানে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েকজন বাংলাদেশের প্রধান কোচ হওয়ার জন্যও আগ্রহ প্রকাশ করেছিলেন। এর মধ্যে দুইজন সশরীরে এসে সাক্ষাৎকারও দিয়ে গেছেন বোর্ডে। কয়েকজনের সঙ্গে কথাবার্তা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, এবার কোচ সমস্যার সমাধানটা মোটামুটি করে ফেলেছেন বিসিবি।

প্রধান কোচ হিসেবে জোরের সঙ্গেই শোনা যাচ্ছে ৫৩ বছর বয়সী ইংলিশ কোচ স্টিভ রোডসের নাম। বিসিবি এবং রোডস অবশ্য জানিয়েছে, আলোচনা প্রাথমিক পর্যায়েই আছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘স্টিভ রোডস কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন। আশা করছি, আগামী দুই দিনের মধ্যে বোর্ডের সঙ্গে তিনি দেখা করবেন। আপনারা অতীতে দেখেছেন রিচার্ড পাইবাস-ফিল সিমন্স এসেছিলেন।’

ক্রিকইনফোকে রোডসও একই কথা, ‘এটা নিশ্চিত করতে পারি, বাংলাদেশের সঙ্গে আমার কথা হয়েছে। এটাও বলতে পারি, আমি আগ্রহী। কাজটা অনেক সম্মানজনক। তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সবকিছু নিশ্চিত হয়ে গেছে এটা ভেবে নেওয়া উচিত হবে না।’

হাথুরুসিংহ চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল তার জন্য বিসিবি অনেক বড় নামের পেছনে ছুটেছে। সম্ভাব্য সেই কোচের তালিকায় ছিলেন টম মুডি, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যান্ডি ফ্লাওয়ার, জিওফ মার্শের মতো বড় বড় নাম। তাছাড়া পল ফারব্রেসের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত নিয়োগ হয়নি। আরেক বড় নাম গ্যারি কারস্টেনকে বিসিবি চেয়েছিল ‘ডিরেক্টর অব কোচিং’ হিসেবে। পরে প্রোটিয়া কোচকে নিয়োগ দেয়া হয় ‘হেড অব কোচ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট সিলেকশন’ হিসেবে। আপাতত কোচের সন্ধানে বিসিবিকে সহায়তা করাই হবে তার কাজ। সেই কাজের অংশ হিসেবে কদিন আগে ঢাকায় এসেছিলেন কারস্টেন। জানা গেছে, তিনি যে সংক্ষিপ্ত তালিকা করেছেন, সেটিতে রোডসের নাম ওপরেই আছে। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, রোডসের বিষয়টি এখনো ফিফটি-ফিফটি। রোডসের উপস্থাপনা যদি মুগ্ধতা জাগানিয়া হয় তবে চূড়ান্ত পর্যায়ে যাবে বিসিবি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist