ক্রীড়া ডেস্ক

  ১৬ মে, ২০১৮

বিসিবির পরামর্শক হচ্ছেন কারস্টেন

আইপিএলের পর গ্যারি কারস্টেন বাংলাদেশের যে কোচ হচ্ছেন, তার আভাসটা আগেই দিয়েছিলেন এক বিসিবি পরিচালক। চলতি মৌসুমের আইপিএল এখনো শেষ হয়নি, তার আগেই নাকি বিসিবির সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছেন কারস্টেন। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছেন, পরবর্তী কোচ বাছাইয়ে বোর্ডের সঙ্গে কাজ করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।

কারস্টেনকে পরামর্শক হিসেবে চাইলেও গোটা ক্রিকেট বিশ্বের আকাক্সিক্ষত এই কোচকে পাওয়া নিয়ে এত দিন সংশয় ছিল। এর মাঝেই কাল রাতে ঢাকার সোনারগাঁও হোটেলে বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজের সংবর্ধনা অনুষ্ঠানে চমকজাগানিয়া ঘোষণাটি দিলেন বিসিবি প্রধান।

নাজমুল হাসান পাপন জানালেন, বিসিবির তালিকার পাশাপাশি বাংলাদেশের পরবর্তী কোচের সন্ধানে একটি তালিকা করছেন কারস্টেনও। এছাড়াও তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘কারস্টেন এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছে। সে একটা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের কোচ কোন ধরনের হলে ভালো হয়, সেটি তার মতো করে দেখছে। খেলোয়াড়দের ইন্টারভিউ করছে, কোচিং স্টাফদের সঙ্গে, আমার সঙ্গে কথা বলছে।’

তিনি আরো যোগ করে বলেন, ‘এই মাসের মধ্যেই বিশেষ কিছু জানতে পারবেন। কারস্টেন আসলে জানতে চায়, আমাদের জন্য কেমন কোচ দরকার। জাতীয় দল, একাডেমি জন্য কেমন কোচ, প্রধান কোচ কেমন হওয়া উচিত, এসব ব্যাপারে ধারণা নিয়ে সে একজনকে খুঁজে বের করতে চায়।’

কাচের ব্যাপারে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতেই কারস্টেনকে কাজে লাগাচ্ছে বোর্ড, জানালেন বিসিবি প্রেসিডেন্ট। পাপন বলেন, ‘কোচের ক্ষেত্রে মূল সমস্যা ছিল, বেশিরভাগই ফুল টাইম থাকতে চায় না এখানে। এখন যে তিনজনের সংক্ষিপ্ত তালিকা আছে, তারা ফুলটাইমের জন্যই। এই তিনজনের কোনো বাধা নেই। কাকে নিতে হবে, সেই সিদ্ধান্ত আমরাই নিতে পারি। কিন্তু আমরা চিন্তা করছি একজন এক্সপার্টের মতামত নিলে ভালো হয়।’

আগামী সপ্তাহেই বাংলাদেশের আসতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ কারস্টেন, দাবি বোর্ড প্রধানের। তবে তা নির্ভর করছে আইপিএলে কারস্টেনের দলের ওপর। বেঙ্গালুরুর এখন যে অবস্থা, তাতে ২০-২২ তারিখে তিনি চলে আসার কথা। তবে এখান থেকে যদি পয়েন্ট টেবিলে ওলটপালট হয়, তাহলে তার আসাটা হয়তো দু-একদিন পেছাতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist