ক্রীড়া প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০১৮

টেস্ট সিরিজেও অনিশ্চিত ম্যাথুস

চন্ডিকা হাথুরুসিংহার দায়িত্ব নেওয়ার পর আবারও লঙ্কানদের নেতৃত্বভার তুলে দেওয়া হয় অ্যাঞ্জেলো ম্যাথুসের কাঁধে। তবে অধিনায়কত্ব ফিরে পাওয়ার সিরিজে নিজেই ছিটকে গেলেন। প্রথমে জানা গিয়েছিল, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের রাউন্ড-রবিন পর্বের শেষ দুই ম্যাচে অংশ নিতে পারবেন না ম্যাথুস। কিন্তু পরবর্তীতে ডাক্তারের পরামর্শে দেশে ফিরে যাচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে লঙ্কানদের দলপতি। তার অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন দিনেশ চান্দিমাল।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক মুখপাত্র কাল ক্রিকবাজকে জানিয়েছেন, ম্যাথুস কলোম্বো ফিরে যাচ্ছেন। তাকে তিন সপ্তাহের মতো বিশ্রামে থাকতে হবে। আমরা আশা করেছিলাম টেস্ট সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে এই মুহূর্তে সেটার সম্ভাবনা কম।

ম্যাথুসের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল মারকুটে ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমাকে। তবে তাকে ঢাকার টিকিট ধরিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছে না লঙ্কান বোর্ড, ‘ত্রিদেশীয় সিরিজের জন্য আমরা ১৬ সদস্যের দল ঘোষণা করেছিলাম। ম্যাথুস ফিরে আসাতে স্কোয়াডে আরো ১৫ জন থেকেই যাচ্ছেন। টিম ম্যানেজমেন্ট তাদের দিয়েই সিরিজ শেষ করতে পারেবন।’

ইনজুরির সঙ্গে ম্যাথুসের সখ্যতা অবশ্য নতুন কিছু নয়। গেল বছরের শুরুতে গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে দেশে ফেরেন ৩০ বছর বয়সী তারকা। মার্চে হ্যামস্ট্রিং ইনজুরিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে মাঠেই নামা হয়নি তার। জুনে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে প্রত্যাবর্তন হলেও ভারতের বিপক্ষে আগস্ট মাসে হোম ও ডিসেম্বরে অ্যাওয়ে সিরিজে পায়ের মাংস-পেশিতে টান ধরায় ছিটকে যান তিনি। নতুন বছরের শুরুতে বিশেষজ্ঞ ব্যাটসম্যানের ভূমিকায় ফিরলেও এক ম্যাচ খেলেই সেই চোটের কাছে আরেক দফা হার মানতে হলো ম্যাথুসকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist