আলমগীর কবির

  ২৩ মার্চ, ২০২৪

স্বাধীনতা বুকে

পাখিরাও গান গায়

পাখিদের ভাষাতে,

ছানাদের মা সাথে।

ফুলেরাও কথা বলে

নিজ নিজ ভাষাতে

মায়া ভালোবাসাতে!

নদী যত ছুটে চলে

নিজ নিজ ধারাতে,

চায় দূরে হারাতে!

স্বাধীনতা পেয়ে আমি

পথ চাই চলতে,

বাধা চাই দলতে।

সাজাই মনের ঘর

প্রিয় ভাষা মুখেতে,

স্বাধীনতা বুকেতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close