শচীন্দ্র নাথ গাইন

  ২০ জানুয়ারি, ২০২৪

মধুকবি

কপোতাক্ষের তীর ঘেঁষে এক জমিদারের বাড়ি

ছিল বোঝাই লোকলস্কর, পালকি-ঘোড়া-গাড়ি।

সেই বাড়িতেই জন্মে মধু সোনার চামচ মুখে

বাবা-মায়ের অপার স্নেহে ছিল অসীম সুখে।

রাজনারায়ণ দত্ত, পিতার, অনেক বড় আশা

তাই ছেলেকে কম বয়সেই শেখান অনেক ভাষা।

পাঠিয়ে দিলেন কলকাতাতে শিখতে লেখাপড়া

বাবার মনের ইচ্ছে ছিল উঁচু মানুষ গড়া।

তখন থেকেই মধুসূদন সবকিছুকে ভুলে

ভিন্ন ভাষায় লিখতে থাকেন নিজের দুহাত খুলে।

পাশ্চাত্যের টানে মধু বেড়ান দূরে দূরে

কাটতে মোহ আবার এলেন দেশ-মাটিতে ঘুরে।

বাংলা তখন তার কাছে হয় মনের মতো খাঁটি

লিখতে থাকেন তাতেই বেশি নিখুঁত পরিপাটি।

কাব্যনাটক প্রহসনের বাঁক ফেরালেন তিনি,

মহাকবির খ্যাতি পাওয়ায় সবাই তাকে চিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close