রিয়াজ মাহমুদ রাতুল
০৩ জুন, ২০২৩
গল্পওয়ালা
আমি যে এক গল্পওয়ালা গল্প বেচি-কিনি
গল্পগুলো মিষ্টি বরং নেই যে তাতে চিনি!
গল্প আছে বুড়া-বুড়ির গল্প আছে শিশুর,
অল্প দামেই গল্প বেচি গল্প আছে কিশোর।
গল্প আছে খেঁকশিয়ালের গল্প আছে গাছের,
গল্প আছে নীলতিমি ও ট্যাংরা-পুঁটি মাছের!
রাজা-রানির গল্প আছে, গল্প আছে পরীর
গল্প আছে টিকটিকি ও একটা দেয়াল-ঘড়ির।
চাঁদের বুড়ির গল্প আছে শুনতে লাগে বেশ,
গল্পগুলোর শেষে আমি দিই যে উপদেশ।
গল্প যদি লাগে তোমার আমার কাছে এসো,
গল্প পড়ে মজাচ্ছলে ইচ্ছে মতন হেসো।
আমার কাছে গল্প আছে ঠাকুরমার ঝুলির,
গল্প আছে মামার বাড়ির পিঠা এবং পুলির।
গল্প আছে টুনটুনি ও দুষ্টু ছেলের দলের-
গল্প আছে মধু মাসের রসে ভরা ফলের।
প্রজাপতি-ফড়িং ছানার গল্প আছে শত,
শুনবে যদি আসো তবে গল্প অবিরত।
সময় আমার কাটে শুধু গল্প বলে বলে-
আমিও যে যোগ দিয়েছি দুষ্টু ছেলের দলে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন