reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২৩

শীতকাব্য

শ্যামল বণিক অঞ্জন

কনকনে ঠাণ্ডায়

হায়, যেন প্রাণ যায়!

জনপদ কুয়াশায়

ঢাকা আজ ধোঁয়াশায়।

কাঁপে দেহ থরোথর

হয়ে থাকি জড়োসর

সূর্য্যটা হাসে না

রোদটাও ভাসে না!

ভারী বসন দিয়ে গায়

তবু শীত সওয়া দায়!

ভাবো যারা পথে রয়

তারা কি করে সয়!

এত শীত হিমভাব

শৈত্য হাওয়ার চাপ!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close