অপু চৌধুরী

  ০৩ ডিসেম্বর, ২০২২

শীতের আগমন

ইলিক বিলিক রোদের ঝিলিক

শিশির কণার রূপ আঁকে

কুসুম কুসুম শীতের ছোঁয়ায়

হেমন্ত তার মুখ ঢাকে।

ঊষার আলোয় দুধ সাদা বক

যায় উড়ে যায় আকাশে

ঋতুর খেলায় হেলায় ফেলায়

শীত আসে পৌষ-মাঘ মাসে

ফুল কুঁড়িদের ঘুম ভেঙে যায়

মৌমাছিদের বীণ শোনে

শীতের পাখি খুলতে আঁখি

শীত আগমন দিন গোনে।

নতুন মাটির সোঁদা গন্ধে

ব্যাকুল হয়ে ওঠে প্রাণ

নতুন ধানের মোহন সুবাস

কৃষক মুখে ফোটে গান।

ঘরে ঘরে খুশির আমেজ

পিঠাপুলির পরে ধুম

মাড়াই কল আর ঢেঁকির গানে

কিষানপাড়া হারায় ঘুম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close