মনসুর হেলাল

  ০২ জুলাই, ২০২২

বর্ষা

বর্ষার বৃষ্টিতে

হাট ডুবে ঘাট ডুবে

ফসলের মাঠ ডুবে

ডুবে বাড়িঘর;

বানে ভাসে আলুথালু

গোমতীর চর।

বর্ষার বৃষ্টিতে

গাঁও ডুবে নাও ডুবে

ডাহুকির ছাও ডুবে

ডুবে তল্লাট;

ঘরের দু-চালা যেন

ভাসমান খাট।

বর্ষার বৃষ্টিতে

পথ ডুবে রথ ডুবে

কুমারীর নথ ডুবে

নেই দেখা কার;

বৃষ্টির তাণ্ডবে

সব একাকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close