আনোয়ারুল হক নোমান

  ১৫ ডিসেম্বর, ২০১৮

ষোলো ডিসেম্বর

একাত্তরের এই দিনেতে অর্জন করি বিজয়

লক্ষ মায়ের শূন্য বুকেই হাসলো সুখের জয়;

যোজন হাতে আনলো কেড়ে লাল-সবুজের মান

বজ্রকণ্ঠের প্রতিধ্বনি রাঙায় মুক্তিকামী প্রাণ!

আজ ঊর্ধ্ব গগনে উড়ে নিশান রক্তমাখা সাজে;

ঠাঁই দিয়াছে যাঁদের স্বদেশ কাঁদে তাঁদের মাঝে!

ভুলিব না আমরা তাঁদের শহীদ হলেন যাঁরা

বিজয় দিবস একাত্তরে লোহিত সাগর ধারা;

যাঁদের তরে সবার ঘরে এলো স্বপ্নের সোপান

তাঁদের স্মৃতি প্রাণের প্রীতি স্বদেশে চির অম্লান।

বাঙালি মায়ের দামাল ছেলে তাঁতি, মজুর, চাষি

মুষ্ঠি হাতে ধুলায় লুটাই জাগায় গভীর নিশি।

সংকল্পের পূর্ণ প্রকাশ এই ষোলোই ডিসেম্বর

আজ অশ্রুসিক্ত সব মনে আনন্দেরই ঝড়!

ঊষা আলোয় অরুণ হাসে বিজয় দিবস জানে

খুশির মউজ যায় বয়ে বাঙালি জাতির প্রাণে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close