বদরুল আলম মজুমদার

  ১২ ডিসেম্বর, ২০১৭

স্থায়ী কমিটির বৈঠক

ডিএনসিসি নির্বাচনে অংশ নেবে বিএনপি

ঢাকা উত্তর সিটিতে নির্বাচন হলে তাতে অংশ নেবে বিএনপি। এজন্য দলটির আগের প্রার্থী নিয়েই আলোচনা হয়েছে গত রোববার রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে। তাবিথ আউয়ালই থাকছেন ঢাকায় বিএনপির প্রার্থী। তবে কোনো কারণে প্রার্থী পরিবর্তন করতে হলে সে ক্ষেত্রে একক ক্ষমতা দেওয়া হয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে। একই সঙ্গে দলটি রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি দেখতে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থায়ী কমিটির দুজন সদস্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানের কার্যালয়ে রাত সোয়া নয়টার দিকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। রুদ্বদ্ধার এই বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে দেশের চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যও পর্যালোচনা করা হয়। স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈঠকে বিশেষ করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি জিয়া পরিবারের বিরুদ্ধে নতুন করে অর্থ পাচারের মতো মিথ্যা অভিযোগ তোলার বিষয়টিও আলোচনা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের আট বছরের শাসনামলের দুর্নীতি খুঁজে বের করবে বিএনপি। পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতাদের ওই দুর্নীতির তথ্য প্রকাশ করবে বিএনপি। আর এই দুর্নীতির খবর নেতাকর্মীদের মাধ্যমে দেশব্যাপী প্রচারও করা হবে। আগামী নির্বাচন সামনে রেখে এমন প্রচারণা দেশব্যাপী যথেষ্ট সাড়া পাবে বলে স্থায়ী কমিটির বৈঠকে মত প্রকাশ করা হয়। বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, আগামী মাস থেকে দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলো ভ্রমণ শুরু করবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া।

একটি সূত্র জানায়, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলের কর্মকৌশল নিয়েও আলোচনা হয়েছে। সেখানে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনার পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায়ে সরকারকে বাধ্য করতে আন্দোলনের তাগিদ দিয়েছেন। আগামী দিনের আন্দোলনের অংশ হিসেবে ৮ বিভাগীয় শহরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোডশো ও সমাবেশ করার কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি দেশে ও বিদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায়ে জনমত গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটি মনে করে, যে গতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার কার্যক্রম এগোচ্ছে তাতে খুব শিগগিরই রায় হয়ে যেতে পারে। তবে এ বিষয়ে আলোচনার একপর্যায়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘এসব মামলা নিয়ে আমি ভীত নই। মামলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিছুই হবে না।’ বিএনপিকে চাপে রাখতে সরকার মামলাকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। তবে যে কোনো পরিস্থিতিতে দলের ঐক্য ধরে রাখার ওপর তাগিদ দেন তিনি। তিনি আরো বলেন, ‘আমার কাছে তথ্য আছে সরকার একঘরে হয়ে গেছে। এখন আমরা সঠিকভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারলেই সফলতা আসবে।’

এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে উল্লেখ করে বৈঠকে সিদ্ধান্ত হয়, চারপাশে থাকা হতদরিদ্র মানুষের পাশে দলীয় নেতাকর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াবেন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি প্রতিবাদ কর্মসূচি ও সভা-সেমিনারে বেশি বেশি তুলে ধরবেন দলের সিনিয়র নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist