নিজস্ব প্রতিবেদক

  ০৫ আগস্ট, ২০২২

শনাক্ত তিনশর নিচে, মৃত্যু ২

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড় মাস পর আবার তিনশর নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে দুজনের।তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে ৫ দশমিক ১৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫৩ শতাংশ।

এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ১৫ জুন, সেদিন ২৩২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close