নিজস্ব প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

এগিয়ে আনা হয়েছে ঐক্যফ্রন্টের গণশুনানি

একাদশ সংসদ নির্বাচন নিয়ে গণশুনানি আয়োজনের তারিখ এগিয়ে এনেছে জাতীয় ঐক্যফ্রন্ট। পূর্বনির্ধারিত ২৪ ফেব্রুয়ারির পরিবর্তে গণশুনানির নতুন তারিখ ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ঐক্যফ্রন্ট সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক হয়। বৈঠকে গণশুনানির তারিখ পরিবর্তন করা হয়। ঐক্যফ্রন্ট সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিশন মিলনায়তনে এ গণশুনানি হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্যফ্রন্টের সমন্বয়ক কমিটির এক সদস্য বলেন, ‘আগে ২৪ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও আজকের বৈঠকে গণশুনানির তারিখ পরিবর্তন করে ২২ ফেব্রুয়ারি নিয়ে আসা হয়।’

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আব্দুর রব জানান, ভোটের অনিয়ম নিয়ে ২৪ ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করবে ঐক্যফ্রন্ট। সেখানে ‘ভোট ডাকাতি’র সঙ্গে জড়িতদের আমন্ত্রণ জানানো হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close