নিজস্ব প্রতিবেদক

  ১৫ ফেব্রুয়ারি, ২০১৯

একুশের চেতনা বাস্তবায়নে গুরুত্বারোপ

ফেব্রুয়ারি মাস বাঙালি জাতির মননের গভীরে অনন্য মহিমায় সমুজ্জ্বল। এ মাসেই মায়ের ভাষার মর্যাদার দাবিতে বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এ দেশের সূর্যসন্তানরা। বাংলাকে যথার্থ সম্মানের আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে এ মাসে তারা আত্মাহুতি দেন, সেই ১৯৫২ সালে। সংগ্রাম, সাধনা এবং চরম আত্মত্যাগের মাধ্যমে তারা নির্মাণ করে গেছেন এক আলোকিত পথ, যে পথ ধরে আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাঙালি জাতির বহু আশার ধন স্বাধীনতা। বাংলা ভাষার মর্যাদা রক্ষার দিন একুশে ফেব্রুয়ারি তথা মহান শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসের পাতায় বাঙালিকে আপসহীন প্রতিবাদী জাতি হিসেবে চিহ্নিত হয়ে আছে।

মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ খ্রিস্টাব্দে ভাষাসৈনিকরা আত্মোৎসর্গ করেছিলেন। তাদের সে আত্মদানের কথা আজ সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। এই ভাষা আন্দোলনের পথ ধরেই ৩০ লাখ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে একাত্তরের ষোলই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে আপন ঔজ্জ্বল্যে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমাদের জানা আছে পাকিস্তান আমলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য ভাষা শহীদরা আত্মদান করেছিলেন। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই আমাদের নিজেরই সচেতন থাকতে হবে দেশ গড়ার কাজে। গণতন্ত্র ও সুন্দর সমাজ বিকাশে। গুরুত্ব দিতে হবে একুশের চেতনা বাস্তবায়নে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close