চট্টগ্রাম ব্যুরো

  ২৪ মে, ২০১৮

চট্টগ্রামে বরিশাল কলোনির ‘মাদকের খুপরি’ উচ্ছেদ

চট্টগ্রামে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ঘর গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকালের এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল আলম। তিনি বলেন, বরিশাল কলোনিতে মাদক বিক্রিতে ব্যবহার করা হয় এমন ৩০ বসতঘর উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে স্টেশন কলোনি উচ্চবিদ্যালয়ের সামনে অবৈধভাবে স্থাপন করা দোকানদারদের সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, অভিযানে মাদক স্পট সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। ওই কলোনিতে মাদক সেবন ও বিক্রির খুপরি করা হয়েছিল। আর তার আশপাশে অবৈধ স্থাপনা তৈরি করে সেখানে মাদক বিক্রেতারা থাকত।

গত ১৭ মে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান ও মোশারফ হোসেন ওরফে মুসা নামে দুজন নিহত হন। র‌্যাবের দাবি, তারা দুইজনই মাদক কারবারি। এরপর পুলিশও সেখানে অভিযান চালায়। এর আগে বিভিন্ন সময়ে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে মাদক সেবনের খুপরি জ্বালিয়ে দেওয়া হলেও অভিযান শেষ হতে না হতেই আবার ঘাঁটি গেঁড়ে বসে মাদক বিক্রেতারা।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, অভিযানে রাজুর গিরা, নাজমার গিরা ও হাবিবের গিরার অন্তত ৩০টি স্থাপনা ভেঙে দেওয়া হয়। বরিশাল কলোনি ও তার আশপাশের মাদক স্পটগুলোতে এই রকম অভিযান চলবে। কলোনিতে সুবনিয়া ক্লাবের অফিসকে পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হবে। অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ জুবাইর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist