বিনোদন প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৯

পদাতিকের বর্ষপূর্তিতে ‘গুণজান বিবির পালা’

আগামী ২১ জানুয়ারি দেশের প্রথমসারির নাট্যদল পদাতিকের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে দলটির দর্শকপ্রিয় প্রযোজনা ‘গুণজান বিবির পালা’র বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটক প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের আবহমান নাট্যধারার জনপ্রিয় আঙ্গিক, পালা। বন্দনা, বর্ণনা, নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে পালা উপস্থাপিত হয়। পদাতিক নাট্য সংসদের এ পরিবেশনায় দেশের গ্রামীণ ঐতিহ্য উঠে এসেছে। সাধারণত পালার ঘটনাপ্রবাহ কোনো ব্যক্তি মানুষের জীবনে পালাক্রমে ঘটে যাওয়া বিষাদময় ঘটনার আখ্যান। থিয়েটার চর্চার ভেতরের সুখ-দুঃখ, হাসি-কান্নাকে পালার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে গুণজান বিবির পালা নাটকে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, জয় ম ল, সালমান শুভ, ইকরাম, শরীফুল ইসলাম, মো. ইমরান, জিতু, আবু সাইদ, পৃথা, জীবন, শোভন, প্রান্ত, কনিকাসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close