বিনোদন প্রতিবেদক

  ৩০ এপ্রিল, ২০২৪

রোকনের নাটকে স্বর্ণলতা-আফজাল সুজন

গুণী নাট্যনির্মাতা সরদার রোকন আর কিছুদিন পরই জীবনের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমা নির্মাণের জন্যই এখন নিজেকে প্রস্তুত করছেন। চলছে গল্প নিয়ে ভাবনা। তবে তার আগে হাতে থাকা কাজগুলোও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। ঠিক তেমনি একটি কাজ শেষ করেছেন। সরদার রোকন সব সময়ই চেষ্টা করেন জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নাটক নির্মাণ করতে। ঠিক তেমনি একটি জীবনের গল্প নিয়ে নাটক ‘বড় লোকের মেয়ে রিকশাওয়ালার বউ’। নির্মাতা জানান, নাটকের নাম আগে একটু অন্যরকম ছিল। কিন্তু নামটি পরিবর্তন করা হয়েছে নাট্যকার এনডি আকাশের সঙ্গে কথা বলে। নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণলতা ও আফজাল সুজন। সাম্প্রতিক সময়ে রাশেদ জামানের পরিচালনায় ‘ভালো ছেলে’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন আফজাল সুজন। সরদার রোকন বলেন, ‘স্বর্ণলতা এ সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে বেশ গুণী একজন অভিনেত্রী। ঠিকঠাকমতো অভিনয়টাই করার চেষ্টা করেন। সেট-এ ভীষণ মনোযোগী একজন শিল্পী। আর আফজাল সুজন নতুনদের মধ্যে একজন সম্ভাবনাময় অভিনেতা। তার উচ্চতাটাও চোখে পড়ার মতো। মন দিয়ে অভিনয়টা করার চেষ্টা করে। দুজনের অনবদ্য অভিনয়ে আমি মুগ্ধ। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’ সরদার রোকন জানান, এরই মধ্যে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘জীবন ঘনিষ্ঠ গল্পের এই নাটকটিতে অভিনয় করে ভালো লেগেছে আমার। রোকন ভাইয়ের নির্দেশনাও এক কথায় চমৎকার। তিনি খুঁটিনাটি সব ডিটেইল বুঝিয়ে দেন। আমি যতদূর জানি তিনি আমাদের প্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম ভাইয়ের সহকারি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। যে কারণে নির্মাণে তিনিও বেশ দক্ষ। তার স্টোরি টেলিংটা ভালো লেগেছে আমার কাছে। এরই মধ্যে নাটকটির জন্য বেশ সাড়া পাচ্ছি। আফজাল সুজনের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে নাটকগুলোর বেশ সাড়া মিলছে।’ আফজাল সুজন বলেন, ‘আমার ভাই আমার কাছে বেস্ট একজন ডিরেক্টর। তার নির্দেশনায় নির্মিত এই নাটকটি দারুণ সাড়া ফেলেছে। কৃতজ্ঞ তার প্রতি।’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন খলিলুর রহমান কাদেরী, জিদান প্রমুখ। এর আগে স্বর্ণলতা ও আফজাল সুজনের অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘এক যে ছিল রাজা রানী’, ‘পাশের বাসার সুন্দরী’, ‘সিনিয়র গার্লফ্রেন্ড’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close