জোবাইদুল ইসলাম, ঢাবি

  ০১ জানুয়ারি, ২০২৪

বিশ্ববিদ্যালয়ে ভর্তি : স্বপ্ন ও সংগ্রাম

বিশ্ববিদ্যালয় প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নের জায়গা। তারা স্বপ্ন বুনতে খুঁজে নেয় তাদের কাঙ্ক্ষিত গন্তব্য। সে গন্তব্যে পৌঁছানোর জন্য ডিঙাতে হয় অসংখ্য প্রতিবন্ধকতাকে। এ ক্ষেত্রে প্রথম বাধা হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। যাকে বর্তমান প্রেক্ষাপটে ‘ভর্তিযুদ্ধ’ নামকরণ করা হয়েছে। এই ভর্তিযুদ্ধে অংশ নেয় অসংখ্য অস্ত্রসজ্জিত এবং অস্ত্রহীন যোদ্ধা। প্রচণ্ড গোলাগুলির মুখে প্রাণপণ চেষ্টায় যারা জয়ী হতে পারে তারাই শুধু স্বপ্নের সীমানায় ঘেঁষতে পারে। দীর্ঘ এই জার্নির নাম অ্যাডমিশন জার্নি। যে জার্নি শেষে কতক হাসিমুখে ঘরে ফেরে আর কতক বুকভরা কষ্ট নিয়ে ঘরে ফেরে। ঢাবি, চবি, রাবি, জাবিসহ অসংখ্য পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের বীজ বুনতে ছুটে বেড়ায়। শেষে কিছুসংখ্যক পারে তাদের স্বপ্নের ক্যাম্পাসে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিতে আর অসংখ্যজনের স্বপ্ন অধরাই থেকে যায়। প্রতি বছরের চিত্র এটি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে অসংখ্য শিক্ষার্থী হতাশ হয়ে যায়। কিন্তু হতাশ হলে তো চলবে না তাই কেউ কেউ সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে আবার কেউবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে। যাদের পরিবার একটু আর্থিকভাবে সচ্ছল তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এ ছাড়া ঢাবিভুক্ত সাত কলেজের পরীক্ষার মাধ্যমে অনেকে সেখানে চান্স পেয়ে পড়াশোনা করে। সবমিলিয়ে সবারই লক্ষ্য হয় একটি আর তা হলো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা। আর উজ্জ্বল ভবিষ্যৎ বলতে অনেকেই বিসিএস ক্যাডার হওয়াকেই বোঝে। বিসিএস দিয়ে ক্যাডার হলে প্রথম শ্রেণির সরকারি চাকরির সুযোগ মিলবে। তাই প্রতি বছর অসংখ্য চাকরিপ্রত্যাশী বিসিএস নামক সোনার হরিণের পেছনে ছোটে। কেউ কয়েকবারের চেষ্টায় সফল হয় আবার কেউবা অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েও পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এ ক্ষেত্রে যে কথা না বললেই নয় তা হলো বিসিএসের জন্য এত বেশি উন্মাদনা শিক্ষার্থীদের জন্য অধিকাংশ ক্ষেত্রে তেমন ভালো কিছু বয়ে আনে না। কারণ বছরের পর বছর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে যাওয়া মানুষগুলো বিসিএসের জন্যই তাদের প্রাণোৎসর্গ করে দেয়। কিন্তু এ সময়ের মাঝে সে যদি অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো ক্ষেত্রে কিছু করার চেষ্টা করে তাহলে সে অবশ্যই তাতে ভালো করতে পারত কিন্তু তার একমাত্র লক্ষ্য বিসিএস হওয়ায় সে আর কিছুই করতে পারে না।

যাই হোক, পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, পছন্দের বিষয় নিয়ে পড়ার স্বপ্নবাজরা তাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন রচনা করেই এগিয়ে যাবে এই প্রত্যাশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close