ক্যাম্পাস প্রতিবেদক

  ২১ মে, ২০১৮

শোনপচা চরে ‘উচ্ছ্বাস স্কুল’

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বগুড়ার শোনপচা চরে ‘উচ্ছ্বাস স্কুল’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। শোনপচা চরের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন শিক্ষার আলোয় আলোকিত করে তোলার লক্ষ্যে আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে ৫০ জন শিশুকে সম্পূর্ণ বিনাবেতনে শিক্ষা দেওয়ার মাধ্যম স্কুলটি কার্যক্রম শুরু করেছে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে বিনামূল্যে পুষ্টিকর খাবার এবং পড়ালেখার প্রয়োজনীয় উপকরণও দেওয়া হবে।

শোনপচা একটি জনবহুল চর, যেখানে দশ হাজারেরও বেশি লোক বসবাস করে। মূলত কৃষিকাজ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। ভৌগোলিক অবস্থানের কারণে এ চরের অধিবাসীর বছরের প্রায় দুই মাস নৌকায় ভেসে কিংবা খোলা আকাশের নিচেই থাকতে হয়। এখানে বিদ্যুৎ সংযোগ নেই, নেই কোনো স্যানিটারি টয়লেট ব্যবস্থা। কোনো ডাক্তার কিংবা স্কুল নেই। ফলে এখানে জীবনযাপন অনেক বেশি কষ্টকর।

আইপিডিসি কর্তৃক প্রতিষ্ঠিত ‘উচ্ছ্বাস স্কুল’ই এই চরের প্রথম ও একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এবং এই স্কুলটি যতটুকু সম্ভব একেবারে বিনাখরচে শিক্ষা-সংক্রান্ত সব সহযোগিতা দেবে। এই স্কুলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, স্বাস্থ্য-সচেতনতা বিষয়ে শিক্ষা দেওয়া হবে। এ ছাড়া স্কুলে স্বাস্থ্য-সচেতনতা বিষয়ে ক্যাম্প করা হবে এবং শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হবে।

‘উচ্ছ্বাস স্কুল’-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ শামস, চিফ অপারেটিং অফিসার শাহ ওয়ারীফ হুসাইন, হেড অব করপোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আমাল ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে এই উদ্যোগটি গ্রহণ করেছি। চর এলাকার মানুষের দুর্ভোগ সীমাহীন এবং তারা তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হিমশিম খেয়ে যায়। তাই শোনপচার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আশা করছি, আমরা এই পিছিয়ে পরা এলাকাটির উন্নয়নে ভবিষ্যতে আরো উদ্যোগ নিতে পারব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist