আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জুন, ২০২০

যুক্তরাষ্ট্রে ‘হাসপাতালে যাওয়া কৃষ্ণাঙ্গ রোগী শ্বেতাঙ্গদের ৪ গুণ’

যুক্তরাষ্ট্রে বয়স্ক ও স্বল্প আয়ের মানুষের জন্য থাকা স্বাস্থ্য বিমা কর্মসূচিতে অন্তর্ভুক্তদের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া কৃষ্ণাঙ্গের সংখ্যা শ্বেতাঙ্গদের চার গুণ বলে জানিয়েছে দেশটির সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিস (সিএমএস)। গত সোমবার তারা এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকরা বলছেন, মহামারির মধ্যে প্রকাশিত এ তথ্য দেশটিতে স্বাস্থ্য ব্যবস্থাপনায় ভয়াবহ বৈষম্যের চিত্রই তুলে ধরেছে। সংখ্যালঘু সম্প্রদায় এবং নিম্নআয়ের বয়স্ক মানুষ যে দীর্ঘদিন ধরে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে রয়েছেন, তথ্যে এ অসমতার বিষয়টিই প্রতিফলিত হয়েছে, বলেছেন সিএমএসের প্রশাসক সিমা ভার্মা। তাদের দেওয়া তথ্যে দেখা গেছে, গত ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার’ কর্মসূচির আওতায় থাকা ৩ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ এর চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালেই ভর্তি হয়েছিলেন ১ লাখ ১০ হাজারের বেশি। মেডিকেয়ার’ কর্মসূচির সুবিধা পান মূলত বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ও মারাত্মক কিডনি রোগে আক্রান্তরা; নিম্নআয়ের মানুষদের জন্য রয়েছে ‘মেডিকেইড’ কর্মসূচি। সিএমএস বলছে, জানুয়ারি থেকে মে’র মাঝামাঝি পর্যন্ত সাড়ে চার মাসে ‘মেডিকেয়ার’ কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রতি ১ লাখ আফ্রিকান-আমেরিকানের মধ্যে ৪৬৫ জনকেই কোভিড-১৯ চিকিৎসায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। হিস্পানিক, এশিয়ান ও শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এ সংখ্যা যথাক্রমে ২৫৮, ১৮৭ ও ১২৩। যুক্তরাষ্ট্র সরকারের এ বিশেষ কর্মসূচিতে অন্তর্ভুক্তদের মধ্যে যাদের কিডনি রোগ ‘এন্ড-স্টেজ’ পর্যায়ে তাদের প্রতি ১ লাখে ১ হাজার ৩৪১ জনকেই কোভিড-১৯ চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ‘মেডিকেয়ার’ ও ‘মেডিকেইড’ দুই কর্মসূচিতে অন্তর্ভুক্ত এমন ব্যক্তিদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির হারও কম নয়। প্রতি ১ লাখে ৪৭৩ জন। জাতিগত বৈষম্যের শিকার এবং একইসঙ্গে নিম্ন আর্থসামাজিক অবস্থায় থাকা ব্যক্তিরা যে কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় বেশি ভুগতে পারেন, এসব তথ্যে তার শক্তিশালী ইঙ্গিত দেখা যাচ্ছে, বলেছেন ভার্মা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close