প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ মে, ২০২৪

পেরুতে বাস গড়িয়ে ৬৫৬ ফুট খাদে নিহত ২৫

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে দুর্গম আন্দিজ পর্বতমালার একটি সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং আরও অর্ধশত লোক আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বাসটি পাহাড়ি রাস্তায় উল্টে ৬৫৬ ফুট নিচের নদীতে পড়ে যায়। খবর রয়টার্স ও আনাদোলুর। পেরুর উত্তরাঞ্চলে অবস্থিত কাজামার্কার দুর্গম পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তা ওলগা বোবাডিলা। তিনি বলেন, সোরোচুকো অঞ্চল থেকে কাজামার্কা শহরে যাওয়ার পথে বাসটি সেলেন্ডিন শহরের হাইওয়েতে উল্টে গিয়ে গড়িয়ে ৬৫৬ ফুট (২০০ মিটার) নিচে খাদে পড়ে যায়। কাজামার্কার সেলেন্ডিন পৌর মেয়র জেইম হেরেরা বলেন, বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। আরোহীদের অনেকে নদীর স্রোতে ভেসে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close