নিজস্ব প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

প্রাথমিকে খাতা মূল্যায়নে নতুন নির্দেশনা

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গতকাল মঙ্গলবার জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, এক উপজেলার পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করাতে হবে জেলার ভিন্ন বা পাশের অন্য উপজেলার পরীক্ষকদের দ্বারা। অর্থাৎ উত্তরপত্র একই উপজেলার শিক্ষকরা দেখতে পারবেন না। মূল্যায়িত উত্তরপত্রের নম্বর মুদ্রণ করে টেবুলেশন শিট প্রস্তুতপূর্বক সিল-স্বাক্ষরসহ মূল উপজেলায় পাঠাতে হবে।

অধিদফতর সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা একই উপজেলার পরীক্ষকরা মূল্যায়ন করতেন। এতে নানা অনিয়মের অভিযোগ ওঠে। তাই পরীক্ষা ও মূল্যায়ন নিয়ে বিতর্কের অবসান ঘটাতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৮ জুলাই প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। তা হলো জেলা কমিটি উত্তরপত্র মূল্যায়নের প্ল্যান অব অ্যাকশন তৈরি করবে। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা থাকবে। অভিযুক্তদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা। এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নের টাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষকদের একই সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist