আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুলাই, ২০১৭

প্রথম কলাম

কপিরাইট ভঙ্গের অভিযোগ করে ৩২ টাকা পেলেন বিগ বি

ভারতের অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চনকে একজন কবি ৩২ টাকা পাঠিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, আম আদমি পার্টির নেতা ও কবি কুমার বিশ্বাস সম্প্রতি একটা কবিতা পাঠ করেছিলেন। কবিতাটা অমিতাভ বচ্চনের বাবা, বিখ্যাত হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের ‘নীড় কা নির্মাণ’ নামের জনপ্রিয় কবিতা। তবে তার সব থেকে জনপ্রিয় কবিতা ‘মধুশালা’। সেই কবিতা পাঠের ভিডিও রেকর্ডিং ইউটিউবে দিয়েছিলেন কুমার বিশ্বাস। এতে ক্ষুব্ধ হয়ে অমিতাভ বচ্চন টুইট করে বলেন, ‘এটা কপিরাইট ভঙ্গের শামিল। লিগ্যাল টিম যথাযথ ব্যবস্থা নেবে।’

এর জবাবে গত বুধবার সন্ধ্যায় কুমার বিশ্বাস টুইট করে বলেছেন, ‘অনেক কবির রচনাই সেদিন পাঠ করেছিলাম। বাকিদের পরিবারের কাছ থেকে প্রশংসা পেয়েছি। শুধু আপনার কাছ থেকে আইনি নোটিস এলো। বাবুজির (হরিবংশ রাই বচ্চন) প্রতি সম্মান জানিয়ে যে ভিডিওটা বানানো হয়েছিল, সেটা ডিলিট করে দিচ্ছি। একই সঙ্গে দাবি অনুযায়ী ৩২ টাকা পাঠালাম। প্রণাম।’

কুমার বিশ্বাসের ঘনিষ্ঠরা বলছেন, ইউটিউবে ওই ভিডিও আপলোড করার পরে তা থেকে ৩২ টাকা আয় হয়েছিল। আইনি নোটিস অনুযায়ী তাই সেই পরিমাণ অর্থই পাঠিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

অনেকেই বলছেন হরিবংশ রাই বচ্চন তো গোটা দেশের সম্পদ। কারো ব্যক্তিগত সম্পত্তি তো নয়। একজন কবি আরেক প্রখ্যাত কবিকে সম্মান জানিয়েছিলেন-তার সঙ্গে অর্থের বিষয়টা যোগ করা উচিত হয়নি। কেউ বলছেন সামান্য কয়েকটা টাকার জন্য অমিতাভ বচ্চন এত নিচে নামতে পারলেন-এটা অবিশ্বাস্য! তবে অমিতাভ ওই অর্থ গ্রহণ করেছেন কি না, তা এখনো জানা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist