বরিশাল ব্যুরো

  ২৮ এপ্রিল, ২০২৪

বরিশালে বিদ্যুতে প্রাণ গেল মা ও ২ শিশুর

বরিশালের বাকেরগঞ্জে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশু সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা পৌনে ১২টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া বেগম (২৮), তার ৯ বছর বয়সি ছেলে সালমান ও ১২ বছর বয়সি মেয়ে রেজবীনা।

ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম বলেন, ওই বাড়ির পাশে বাগানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে সড়কের পাশের ডোবায় পড়েছিল। এ সময় সোনিয়া বেগমের ছেলেমেয়েরা লেবু ছিঁড়ে খেলছিল। একটি লেবু ডোবার পানিতে পড়ে গেলে তা তুলতে গিয়ে সালমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন রেজবীনার ডাকচিৎকারে তাদের মা এসে ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মেয়ে মাকে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। মমতাজ বেগম অভিযোগ করে বলেন, ‘বিদ্যুতের লোকদের বলা হয়েছিল, বাগানের ওপর দিয়ে যাওয়া তার যেকোনো সময় ছিঁড়ে পড়তে পারে। কিন্তু তারা গুরুত্ব দেয়নি।’ ইউএনও মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে এসে বাগানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে ডোবার মতো একটি নালার পানির মধ্যে পড়ে রয়েছে দেখতে পেয়েছি। পাশে লেবুগাছ রয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে ছেলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে রক্ষা করতে গিয়ে মা ও বোনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’ তারটি কীভাবে ছিঁড়ল, তা কেউ জানাতে পারেনি জানিয়ে ইউএনও আরো বলেন, ‘ঘটনাস্থলে পল্লী বিদ্যুতের ডিজিএমও রয়েছেন। তারা ঘটনার তদন্ত করছে। দায়িত্ব অবহেলায় এ ঘটনা ঘটলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাকেরগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার সুবাস চন্দ্র দাস বলেন, ‘ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তাদের আজ রবিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগের বিষয়ে সহকারী জেনারেল ম্যানেজার বলেন, ‘তদন্ত প্রতিবেদন না পেলে বিষয়টি বলতে পারব না।’ ওসি আফজাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close