নিজস্ব প্রতিবেদক

  ১০ মে, ২০২৪

প্রযোজক রুহানের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের এক বাসা থেকে তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পূর্ব রায়েরবাজার হাইস্কুলের পাশে একটি বাসায় থাকতেন রুহান। গত বুধবার রাতে সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান।

প্রতিদিনের সংবাদকে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।’

মাসুদুল মাহমুদ রূহানের বাড়ি রংপুরে। পড়াশোনা করেছেন রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে। প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাতেও যুক্ত ছিলেন তিনি। বানিয়েছেন ‘উসকানি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

ওটিটি প্ল্যাটফরম চরকির ‘রেডরাম’ সিনেমাটি প্রযোজনা করেছেন রূহান। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউস’, ‘শুক্লপক’, ‘দ্য সাইলেন্স’, ‘আমি কি তুমি’, ‘আরারাত’-এর মতো জনপ্রিয় নাটক ও সিরিজের নির্বাহী প্রযোজক ছিলেন তিনি। নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রূহান। তার মৃত্যুর খবরে ভিকি জাহেদ শোকস্তব্ধ।

গ্লিটজকে তিনি বলেন, ‘যতটুকু জানি, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে কিছু ঝামেলা চলছিল। স্ত্রীর সঙ্গে কিছুদিন আগে বিচ্ছেদ হয়। কাজের চাপে তো ব্যক্তিগত জীবন নিয়ে কথা খুব একটা হয় না। রুহানের সঙ্গে অনেক কাজ করেছি। আগামী ২৫ মে আমাদের একসঙ্গে নতুন কাজে হাত দেওয়ার কথা ছিল।’

ঈদের আগে ‘রুমি’ ওয়েবসিরিজেও একসঙ্গে কাজ করেছেন রূহান ও ভিকি জাহেদ। দুজনের অনেক স্মৃতি আছে জানিয়ে ভিকি জাহেদ বলেন, ‘নিজের জীবনের সমস্যাগুলো কাউকে শেয়ার করত না রূহান। অনেক ভালো ছেলে ছিল। স্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া যায় কিন্তু নিজের জীবন শেষ করে দিয়েছে এটা মানা কষ্টের।’

‘এত কাজ করলাম একসঙ্গে, করলাম অথচ কিছুই জানতে পারলাম না, এটা রূহান কেন করল- এই প্রশ্ন সারাজীবন থেকে যাবে। আমরা আসলে কিছু করতে পারিনি। আমার সব যোগাযোগ সেই করত। শিল্পীদের সঙ্গে, সব জায়গায়।’

রূহানের লাশ রংপুরে নেওয়া হবে জানিয়ে ভিকি বলেন, ‘মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। রুহানের বাবা ঢাকা এসে পৌঁছেছেন। লাশ রংপুরে নিয়ে যাবে, সেখানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close