নিজস্ব প্রতিবেদক

  ২৮ এপ্রিল, ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি

- জি এম কাদের

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আমাদের অংশগ্রহণে যা হয়েছে, অংশ না নিলেও তাই হতো। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির বর্ধিত সভার প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না। মাঠে থাকছে শুধু আওয়ামী লীগ। আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে। আমরা মনে করি, এটা থেকে উদ্ধার পাওয়া সম্ভব। যদি সরকারের মাঝে শুভবুদ্ধির উদয় হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় বক্তব্য দেন মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন আহমেদ এমপি, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, উপদেষ্টা আশরাফুজ্জামান আশু এমপি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close