নিজস্ব প্রতিবেদক

  ০৩ এপ্রিল, ২০২৪

ডায়াবেটিক সমিতির ভুয়া পরিচালক আটক

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালকের পরিচয়পত্র বানিয়ে ওষুধ বিক্রির নামে ডায়াবেটিক রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে ওই ব্যক্তি আবার নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মিরপুরের বিআইএইচএস হাসপাতালে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আটক হয়েছেন। তার নাম তানজিমুর রহমান।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মেদ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তানজিমুর রহমান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালকের (প্রশাসন) পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড বানিয়ে ডায়াবেটিক রোগীদের একটি ওষুধ বিক্রি করে আসছিলেন। তিনি ফটোশপ করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের পাশে নিজের ছবি বসিয়ে তার সেই ওষুধ বিক্রির সংবাদ সম্মেলন করছেন বলে তার ফেসবুক পেজে প্রচার করে আসছিলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এমন তথ্য পাওয়ার পর সমিতির পক্ষ থেকে তানজিমুরের বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি রমনা থানার ওসির কাছে লিখিত অভিযোগ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে পরিচালক (প্রশাসন) নামে কোনো পদ বা পদবির কর্মকর্তা নেই। জনসাধারণের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যেই তানজিমুর রহমান এ পদবি ব্যবহার করছেন।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক ফরিদ কবির বলেন, আজ (গতকাল) সকালে তানজিমুর আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে মিরপুরের বিআইএইচএস হাসপাতালের দন্ত বিভাগের ছবি তুলতে গেলে বাধার মুখে পড়েন। পরে তিনি হাসপাতালটির দায়িত্বে থাকা ফজলুর রহমানের কাছে অনুমতি নিতে গেলে তার সন্দেহ হয়। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তানজিমুরকে আটক করে মিরপুর থানায় খবর দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close