কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৮ মার্চ, ২০২৪

জেলের পেটে ২৫ ইঞ্চি কুঁচিয়া

বাড়ির কাছে জলাশয়ে কুঁচিয়া ধরছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জের সম্ররা মুন্ডা। এ সময় একটি জীবন্ত কুঁচিয়া তার পায়ুপথ দিয়ে পেটে ঢুকে যায়। গত রবিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ২৫ ইঞ্চি দৈর্ঘের কুঁচিয়াটিকে জীবিত অবস্থায় পেট থেকে বের করা হয়।

মিরতিংগা চা বাগানের ইউপি সদস্য ধনা বাউরি বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্ররা মুন্ডা মিরতিংগা চা বাগানের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরেই কুঁচিয়া মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত শনিবার (২৩ মার্চ) সম্ররা মুন্ডা বাড়ির ধারে একটি জলাশয়ে কুঁচিয়া ধরার সময় হঠাৎ কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া কাদায় পড়ে যায়। তখন তিনি অনুভব করেন তার পায়ুপথে কি যেন ডুকছে। তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে সম্ররা মুন্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর তার পেটে পচণ্ড ব্যথা অনুভব করেন।

জানা যায়, রবিবার (২৪ মার্চ) স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক্সে-রের মাধ্যমে পেটের ভেতর লম্বা আকৃতির একটি বস্তু দেখতে পান চিকিৎসকরা। প্রফেসর ডা. জানে আলমের নেতৃত্বে ৪ জন চিকিৎসক ২ ঘণ্টা অপারেশন চালিয়ে পেটের ভেতর থেকে একটি জ্যান্ত কুঁচিয়া (জেল ফিশ) মাছ বের করে আনেন। এ ঘটনায় ডাক্তারসহ সবাই বিস্মিত। পরে পেটের ভেতর কুঁচিয়া মাছ জনসাধারণের মধ্যে জানাজানি হলে সিলেট জুড়ে তোলপাড় শুরু হয়। এ অস্ত্রোপচারে আরো অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।

বিষয়টি নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ‘হাসপাতালে অস্ত্রোপচার করে সম্ররা মুন্ডার পেট থেকে জীবিত ২৫ ইঞ্চি কুঁচিয়া বের করা হয়েছে। বর্তমানে তিনি এখানে চিকিৎসাধীন আছেন।’

সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘কুঁচিয়াটি পেটের ভেতরে জীবিত অবস্থায় ছিল। অস্ত্রোপচার করে প্রায় দুই ফুট লম্বা কুঁচিয়া মাছ বের করা হয়েছে। সেটি আরো বেশি সময় থাকলে ওই জেলের মৃত্যু হতে পারত।’

ওই চিকিৎসক জানান, ‘কুঁচিয়াটি সম্রা মুণ্ডার পেটের মধ্যে কিছু নাড়ি কেটে ফেলেছে, যার কারণে পায়খানার রাস্তা বন্ধ রেখে আপাতত নল দেওয়া হয়েছে। দেড় মাস পর আরো একটি অস্ত্রোপচার করতে হবে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close