প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জুন, ২০২২

আজকের এই দিনে

আজ ২৪ জুন। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আসুন জেনেই নিই আজকের উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু দিন।

ইতিহাস :

৬৫৬ : হজরত ওসমান (রা.) হত্যার পর হজরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত।

১৭৬৩ : ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীরজাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।

১৭৯৩ : ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত।

১৯১৮ : কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয় মনট্রিল থেকে টরন্টো।

১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।

১৯৯৪ : যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি সই করে।

জন্ম :

১৫৯১ : অটোম্যান সাম্রাজ্যের সুলতান প্রথম মুস্তাফা।

১৯৪২ : বাংলাদেশি স্থপতি বশিরুল হক।

১৯৮১ : শিক্ষাবিদ ও গবেষক আবদুুল মতিন চৌধুরী।

১৯৮৭ : আর্জেন্টিনীয় ফুটবলার লিওনেল মেসি।

মৃত্যু :

১৯৫৩ : শিক্ষাবিদ ও রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

১৯০৮ : গ্রোভার ক্লিভল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।

১৯৮০ : ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close