হিলি প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০১৯

হিলি স্থলবন্দরে যাত্রীসেবার মান বৃদ্ধি করা হবে

রিভা গাঙ্গুলি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বৃদ্ধি ও ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীসেবার মান বাড়ানো হবে। গতকাল শুক্রবার হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এর আগে ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় এসে পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দরের ব্যবসায়ীরা। পরে তিনি ডাকবাংলোতে বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সীমান্তের শূন্যরেখা, ইমিগ্রেশন চেকপোস্ট, স্থলবন্দর পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সনজিব কুমার ভাটিসহ আরো দুজন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রাফিউল আলম, উপজেলা চেয়ারম্যান ও আমদানি-রফতনিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close