নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুলাই, ২০১৯

৪৯৫ শিক্ষার্থীকে বৃত্তি দিল ঢাকা জেলা পরিষদ

প্রতিবারের মতো এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে ঢাকা জেলা পরিষদ। এবার বৃত্তি পেল ঢাকা জেলার ৪৯৫ জন ছাত্রছাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ২০১৮ সালে উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। ঢাকা জেলা পরিষদ জানায়, ঢাকা জেলার অন্তর্গত পাঁচটি উপজেলা এবং মহানগরীর ৪৯৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এর মধ্যে দোহার উপজেলার ৮৬ জন, নবাবগঞ্জের ৫৭ জন, সাভারের ৫০, কেরানীগঞ্জের ৬৩, ধামরাইয়ের ১৫০, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ এবং জেলা শিক্ষা অফিসের ৭ জনকে বৃত্তি দেওয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি কার্যক্রম শুরু করে ঢাকা জেলা পরিষদ। সে বছর ৩৬১ জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এরপর ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো ৩৭২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। ভবিষ্যতেও শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে ঢাকা জেলা পরিষদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। ১৮৮৫ সালে জেলা বোর্ড নামে কার্যক্রম শুরু হয় ঢাকা জেলা পরিষদের। এখন তা ১৩১ বছরের পুরোনো জেলা পরিষদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close