reporterঅনলাইন ডেস্ক
  ২৮ এপ্রিল, ২০২৪

আপিল বিভাগের দুই বেঞ্চে চলবে বিচারকাজ

—প্রধান বিচারপতি

আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আলাদাভাবে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রবিবার সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এমন তথ্য জানান।

দীর্ঘদিন ধরে আপিল বিভাগে বিচারক সংকটের কারণে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল। এরই মধ্যে আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

গত ২৫ এপ্রিল শপথ নেন আপিল বিভাগের তিন বিচারপতি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিচারকাজ,আপিল বিভাগ,আদালত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close