নিজস্ব প্রতিবেদক

  ১২ মে, ২০১৯

প্লাস্টিক পণ্যের কারণে জলজ প্রাণী হুমকির মুখে

বন উপমন্ত্রী

যেখানে-সেখানে প্লাস্টিক পণ্য ফেলার কারণে সব জলজ প্রাণী হুমকির সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০১৯ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, পানির বোতল, পলিথিন, চিপসের প্যাকেটসহ উড়ে বেড়ানো প্লাস্টিকগুলো আমাদের অনেক ক্ষতি করে। এই বিষয়গুলোতে যদি আমরা সচেতন হই, তাহলে ৭৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য থেকে দূরে থাকতে পারব। একইসঙ্গে জলজ প্রাণীগুলোকে হুমকির হাত থেকে রক্ষা করতে পারব।

আলোচনা সভায় উপ-প্রধান বনসংরক্ষক জহির উদ্দিন আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির চেয়ারম্যান ড. গুলসান আরা লতিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close