নিজস্ব প্রতিবেদক

  ১২ নভেম্বর, ২০১৮

মনোনয়ন নিয়েছেন অর্ধশত তারকা

আওয়ামী লীগের প্রার্থী তালিকায় যে চমক থাকবে সেটি অনেক আগেই আভাস দিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে কথা এখন মিলেও যাচ্ছে। সবচেয়ে বড় চমক হচ্ছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন কেনাকে ঘিরে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের প্রার্থী তালিকায় চমকের পর চমক আসছে। দলটি এবার জনপ্রিয় নির্বাচনী কৌশল অবলম্বন করছে। বিভিন্ন পেশাজীবীর মধ্য থেকে তারকা খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের এবার মনোনয়ন দেয়ার পক্ষে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারকারা অংশ নিলে সাধারণ ভোটারের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা দেবে বলে ক্ষমতাসীন দলটি মনে করে। এর অংশ হিসেবে দলের প্রার্থী হিসেবে মাঠে নামছেন তারকা শিল্পীরা। তাদের মধ্যে সব অঙ্গনের অন্তত অর্ধশত জন আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন বলে দলের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রে জানা গেছে।

গতকাল রোববার ?দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন মাশরাফি বিন মর্তুজা। কার্যালয়ের সামনে মাশরাফি পৌঁছালে তাকে ঘিরে সমর্থকরা মিছিল-স্লোগানে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। বাড়তি আগ্রহ ছিল দলের নেতাদের মধ্যেও। মাশরাফি মনোনয়ন কেনায় নড়াইলে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় মাশরাফি অভিনন্দনের পাশাপাশি সমালোচনাও করছেন কেউ কেউ। তবে মাশরাফির সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের নামও শোনা গিয়েছিল। কিন্তু সে পর্যন্ত তা আর হয়নি। মনোনয়নপত্র নেওয়ার আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সালাম করে আসেন মাশরাফি। গতকাল বেলা সাড়ে ১১টায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম করেন তিনি। এর আগে মাশরাফির সঙ্গে সাকিব আল হাসানেরও মনোনয়ন ফরম নেয়ার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। পরে গতকাল প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।’

এদিকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। গতকাল বেলা ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ আসনের বর্তমান সংসদ সদস্য মাহবুব আলী। সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তিনি সমাজের প্রতিনিধি হিসেবে বিজয়ের ব্যাপারেও আশাবাদী।

আওয়ামী লীগের সূত্র জানায়, গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বেশ কয়েক অভিনেতা, অভিনেত্রী ও অন্য পেশাজীবী ভোটযুদ্ধে শামিল হয়ে সাফল্য পেয়েছেন। কেউ কেউ মন্ত্রিসভায়ও ঠাঁই পেয়েছেন। তবে এবারের নির্বাচনে তারকাদের বিশেষ করে শোবিজ তারকাদের প্রার্থিতা ছাড়িয়ে যেতে পারে অতীতের সব রেকর্ড। দলটি থেকে এবার বেশি তারকা মনোনয়ন পেতে পারেন। সিনেমা, নাটক, সংস্কৃতি, খেলা ও চিকিৎসাসহ বিভিন্ন পেশাজগতের খ্যাতিমানরা আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে নানা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এর মধ্যে অনেকে সংগ্রহ করেছেন দলের মনোনয়ন ফরম। বাকিরা কেনার প্রস্তুতি নিয়ে রেখেছেন। শেষ পর্যন্ত সবাই মনোনয়ন না পেলেও দলের নির্বাচনী প্রচারণায় থাকবেন বলে দল থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মনোনয়ন চান না তবে দলের সমর্থক ও শুভাকাক্সক্ষী এমন তারকাদেরও এবার দলীয় প্রচারণায় যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, ক্রীড়াবিদদের মধ্যে সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), যুব ও ক্রীড়া উপমন্ত্রী ফুটবলার আরিফ খান জয় (নেত্রকোনা-২) ও সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল (মানিকগঞ্জ-২) আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনবেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী তারানা হালিম। পরে পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বও। তথ্য প্রতিমন্ত্রীর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এবার আর সংরক্ষিত আসনে নয়, সরাসরি ভোটারদের রায়েই নির্বাচন করে সংসদে আসতে চান এ অভিনেত্রী। নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন তারানা হালিম। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে নির্বাচন করবেন।

গত শুক্রবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। গতকাল ছিল তৃতীয় দিন। এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট-৩, অভিনেত্রী রোকেয়া প্রাচী ফেনী-৩, কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২, অভিনেতা রানা হামিদ নেত্রকোনা-২ ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরী (ঢাকা-১৭)। এছাড়া অভিনেতা ফারুক গাজীপুর-৬, নাট্যজন আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), অভিনেত্রী অঞ্জনা সুলতানা চাঁদপুর-৩, চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামান ঢাকা-৬, নায়িকা ফারজানা আমিন নূতন ময়মনসিংহ-১, অভিনেত্রী অরুণা বিশ্বাস মানিকগঞ্জ-১, শাকিব খান গোপালগঞ্জ-১, ফেরদৌস যশোর-৩, অভিনেত্রী শাবানার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিক যশোর-৬, নাট্যাভিনেত্রী শমী কায়সার নোয়াখালী-১, নাট্যাভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ-৩ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ নোয়াখালী-১ আসন থেকে লড়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

সাবেক নির্বাচন কমিশনার ও আমলা ছহুল হোসাইন সিলেট-১ ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় ফরম কিনেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ নীলফামারী-৩, ট্রাইব্যুনালের প্রসিকিউটর সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ফেনী-২, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন সিলেট-১, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি সেলিমা আহমাদ কুমিল্লা- ২ থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৭, বিএসএমএমইউর সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান টাঙ্গাইল-৩, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান রাজবাড়ী-২, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজও ময়মনসিংহ-৪, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক কিশোরগঞ্জ-২, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু মুন্সীগঞ্জ-১, বিএমএর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম-৩, ব্যারিস্টার আবুল কালাম আজাদ ময়মনসিংহ-২, ব্যারিস্টার মোকসেদুল ইসলাম নীলফামারী-৪, স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু ব্রাহ্মণবাড়িয়া-২ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. আবু ইউসুফ আবদুল্লাহ সাতক্ষীরা-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন। এরই মধ্যে তাদের অনেকেই ফরম কিনেছেন। অনেকে আজকালের মধ্যেই কিনবেন বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close