রংপুর ব্যুরো

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

রংপুরে এরশাদ

নির্বাচনকালীন সরকারে থাকতে চাই

নির্বাচনকালীন সরকারে থাকার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘নির্বাচনকালীন সরকারে থাকতে সাংবিধানিক কোনো বাধা নেই। আমি সরকারে থাকতে পারব। আমার কিন্তু বিরোধী দলীয় নেত্রী থাকতে পারবেন না। কারণ উনি শেষ দিন পর্যন্ত বিরোধী দলীয় নেত্রী থাকবেন।’ গতকাল বৃহস্পতিবার রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে বলেন, ‘আমি আগেও ইভিএমের পক্ষে ছিলাম না। এখনো নেই। আমি ইভিএম চাই না। ইভিএমে কারচুপি হবে কিনা আমি নিশ্চিত না। আমি চাই সুষ্ঠু নির্বাচন।’ বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এরশাদ বলেন, ‘অবস্থা দেখে মনে হয় বিএনপি নির্বাচনে আসবে। তাদের প্রস্তুতি রয়েছে। আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত। দিন পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে তাহলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না।’ প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘আওয়ামী লীগের কাছে ৭০টি আসন চেয়েছি। এর মধ্যে রংপুরের ২২টি আসন ফেরত চাইব। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের, রসিক মেয়র ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ জেলা ও মহানগর জাপার নেতারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close