চট্টগ্রাম ব্যুরো

  ০৭ মে, ২০১৮

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নামছে চসিক

পুরো রমজান মাস জুড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুজন ম্যাজিস্ট্রেট সকল বাজার পরিদর্শন করবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল রোববার সকালে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখার লক্ষ্যে নিয়মিত বাজার পরিদর্শন ও মনিটরিং ট্রেড লাইসেন্স নেওয়া ও নবায়ন, ব্যবসা প্রতিষ্ঠানের সাইন বোর্ড বাংলায় লেখা-সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

রমজানে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন, প্রতি বছর রমজান আসলেই নির্ধারিত কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত অহেতুক পণ্যের দাম বৃদ্ধি করে। যা কোনোভাবেই কাম্য হতে পারে না। পুরো রমজান মাস জুড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুজন ম্যাজিস্ট্রেট সকল বাজার পরিদর্শন করবে। তারা বাজারের দ্রব্যমূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো আছে কি না, ভেজালপণ্য মজুদ বা বিক্রি করা হচ্ছে কি না, ওজনে কম দেওয়া হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবেন। মেয়র আগামী ৬ মাসের মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় লেখার জন্য সময়সীমা বেধে দেন। তিনি গণমাধ্যমকে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন না করে জনস্বার্থে করপোরেশনের সমালোচনা করার আহ্বান জানান ।

সভায় করপোরেশনের কাউন্সিলর হাজী নুরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ স্বপন, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এস এম নাজের হোসাইন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, আফরোজা কালাম, আবিদা আজাদ, সিটি করপোরেশন বহদ্দারহাট কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জানে আলম, সাধারণ সম্পাদক বদিউল আলম, ক্যাবের সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরী, বহদ্দারহাট হকার্স সমিতির সাধারণ সম্পাদক সলোমান সওদাগর, মহানগর ক্যাবের সভাপতি জেসমিন সুলতানা পারু, কাজীর দেউড়ি কাঁচা বাজার সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাগরিকা গরু বাজারের ব্যবসায়ী মো. আবু সুফিয়ান, মো. সফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist