পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

শিক্ষিত মা সুস্থ জাতি উপহার দেন : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, একজন শিক্ষিত মা একটি সুস্থ জাতি উপহার দেন। এ কারণে শিক্ষিত মা খুবই জরুরি, শিক্ষিত মা-ই সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভ‚মিকা পালন করে। গতকাল শনিবার রংপুরের পীরগঞ্জের চতরায় মডেল বালিকা বিদ্যালয়ের মাঠে ইকলিমপুর নারী উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ‘শিক্ষার মান উন্নয়ন ও পরিবার গঠনে নারীদের ভ‚মিকা’ শীর্ষক মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, মায়ের যতœ নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। গর্ভকাল থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত মায়েদের সুস্থতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহŸান জানান তিনি। বলেন, দেশের মোট

জনশক্তির অর্ধেকই নারী। এখনই সময় নারী প্রশিক্ষণ ও নারী কর্মসংস্থানের মাধ্যমে নারী ক্ষমতায়নের বিস্তার করা।

নারী উদোক্তা তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে স্পিকার বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রবৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা পিছিয়ে থাকবে না। সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবে বলে তিনি দৃঢ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি সমিতি গঠনের মাধ্যমে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার তাগিদ দেন।

সমিতির সভাপতি মমতাজ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান, পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকছানা ইয়াছমিন, ডা. সুফিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist