নিউইয়র্ক প্রতিনিধি

  ৩০ জানুয়ারি, ২০১৮

নিউইয়র্কে খোকন

তৃতীয়বারের মতো মহাবিপদে বিএনপি

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় সামনে রেখে বিএনপি ‘তৃতীয়বারের মতো মহাবিপদে’ পড়েছে বলে মনে করেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কী ধরনের রায় আসতে পারে, তা ‘সহজেই আঁচ’ করা যায়। গত রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক রেস্তোরাঁয় প্রবাসী বিএনপি নেতাকর্মীদের এক সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন

এমন মন্তব্য করেন।

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির নেতা তৌহিদুল ইসলাম তৌহিদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘তৌহিদ স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে ব্রুকলিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জসীম ভূঁইয়া, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, বিএনপি নেতা আবুল কাশেম, আহসান উল্লাহ বাচ্চু, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নেতা নাসিম আহমেদ এ অনুষ্ঠানে বক্তব্য দেন।

খোকন বলেন, এবার বিএনপি মহাবিপদে পড়েছে তৃতীয়বারের মতো। প্রথমবার পড়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর সেনাশাসক এইচ এম এরশাদের আমলে। সেসময় বিএনপির ৮০ ভাগ নেতাকর্মীকে এরশাদের দলে ভিড়তে বাধ্য করা হয়েছিল। আর বিএনপির দ্বিতীয় মহাবিপদটি এসেছিল ২০০৭ সালের ১১ জানুয়ারির পর ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে।

সেসময় শেখ হাসিনা চিকিৎসার অজুহাতে দেশত্যাগ করেছিলেন। কিন্তু বেগম জিয়া দেশত্যাগের প্রস্তাবে সায় দেননি। এ ছাড়া তৃতীয়বারের মতো বড় ধরনের হুমকির মুখে পড়েছে বর্তমান সময়ে। কারণ বিএনপি মনে করে, বাংলাদেশ ফর বাংলাদেশিজ। অন্যদিকে আওয়ামী লীগ মনে করে, বাংলাদেশ ফর ইন্ডিয়ানস অ্যাজওয়েল। এ কারণেই বিএনপির নেত্রী খালেদা জিয়া ‘নিকট প্রতিবেশী একটি দেশের ষড়যন্ত্রের কবলে’ পড়েছেন বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খোকন।

এমন পরিস্থিতিতে খুব সহজেই আঁচ করা যায়, খালেদা জিয়ার বিরুদ্ধে কী ধরনের রায় আসবে। কারণ বিচার বিভাগের বিচারপতিরা এখন আইন মন্ত্রণালয়ের অধীনে।

ব্যারিস্টার খোকন বলেন, ‘বর্তমান শাসকদের হাতে নিহত কিংবা গুম’ হওয়া বিএনপির সব নেতাকর্মীর তালিকা ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছে। কে হত্যা করেছে এবং কার নির্দেশে এ অপকর্ম পরিচালিত হচ্ছে, তাদের নামও রয়েছে সেখানে। সুতরাং সময় হলেই সব কিছু করা হবে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পূরণের জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist