রাজশাহী প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০১৮

রাজশাহীতে হচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার

রাজশাহী মহানগরীতে নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার। নগরীর তালাইমারী মোড়ে ৫৯ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে এ স্কয়ারের নির্মাণকাজ শুরু হবে। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি পাস হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমানের প্রচেষ্টায় এ প্রকল্প গ্রহণ করা হয়।

আরডিএর একটি সূত্র জানায়, বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পটি ২০১৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হলোÑ ১ দশমিক ৪২ একর জমির

ওপর তিনতলা বিশিষ্ট স্কয়ার নির্মাণ, বেজমেন্টের মধ্যে পার্কিং সুবিধা, এম্পিথিয়েটার, আর্ট গ্যালারি ও জলধারা বেষ্টিত বঙ্গবন্ধুর ভাস্কর্য, গ্রাউন্ড ফ্লোরে আধুনিক সাউন্ড সিস্টেম, লাইটিং এবং ডিজিটাল স্ক্রিন সংবলিত স্থায়ী আর্টগ্যালারি ও মিউজিয়াম, ফার্স্ট ফ্লোরে আধুনিক রেস্টুরেন্ট, দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ, উন্মুক্ত স্থানে বসা ও বিনোদনের ব্যবস্থা, লিফট তিনটি, জেনারেটর, সোলার প্যানেল এবং ইলেকট্রিসিটি সরবরাহের জন্য সাব-স্টেশন স্থাপন, ২৫১ মিটার রাস্তার উন্নয়ন, পরামর্শক সেবা, স্কয়ারের ইন্টিরিয়র ও ল্যান্ডস্কেপিং কাজ, ৫২৯ দশমিক ৭৪ বর্গমিটার ম্যুরাল, ৫০০ বর্গমিটার ঘর-বাড়ির ক্ষতিপূরণ এবং ৯৫৫ মিটার আরসিসি ড্রেন নির্মাণসহ আনুসঙ্গিক কাজ।

বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার আরডিএ চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমান বলেন, বঙ্গবন্ধুর চেতনাকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধনে তিনি উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে তিনি তালাইমারী মোড়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণের পরিকল্পনা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর প্রকল্পটি একনেকে পাস হয়েছে। শিগগিরই এর নির্মাণকাজ শুরু করতে আরডিএ দরপত্র আহ্বান করবে বলেও জানান তিনি।

অধ্যক্ষ বজলুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, বঙ্গবন্ধু স্কয়ার বরেন্দ্র অঞ্চলের মানুষের জন্য গৌরবের স্থাপনা হবে। এটি আমার জীবনের জন্যও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। প্রকল্পটি অনুমোদন দেওয়ায় আরডিএ চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি। আরডিএর বেসরকারি সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাবুও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist