ডেমরা (ঢাকা) প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০২২

ডেমরায় ঠুলঠুলিয়া খালপাড় সেতু উদ্ধোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, দেশরত্ন শেখ হাসিনার কারণে দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও অবকাঠামোগত সকল উন্নয়ন দৃশ্যমান হয়েছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিএসসিসির সঙ্গে নতুনভাবে যুক্ত হওয়া প্রত্যন্ত অঞ্চলভুক্ত ওয়ার্ডগুলোকেও উন্নয়নের মহাপরিকল্পনার আওতায় আনা হবে। একই সঙ্গে ওয়ার্ডগুলোর মধ্যে পরিকল্পিত অবকাঠামোগত সকল প্রকার উন্নয়ন কেও নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করা হবে।

বুধবার সকালে (৭ ডিসেম্বর) রাজধানীর ডেমরায় ৭০নং ওয়ার্ডের ঠুলঠুলিয়া খালপাড় সেতু উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ওই ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিকের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ, সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম), ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সালাহ উদ্দিন আহমেদ, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সেলিনা খান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবু, মো. আনিসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।

সেতু উদ্বোধন শেষে ৭০নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সংবাদ বিজ্ঞপ্তি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেমরা,ঠুলঠুলিয়া,খালপাড় সেতু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close