reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০২১

বড় স্কোর গড়েও ৫ উইকেটে হারল বাংলাদেশ

বড় স্কোর গড়েও জিততে পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে।

ক্যাচ মিস তো ম্যাচ মিস- চিরকালীন সেই ক্রিকেটীয় প্রবচনকে সত্য বানিয়ে দেখালো বাংলাদেশ। জোড়া ক্যাচ মিস করে ম্যাচটাও হাতছাড়া করলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।

রবিবার (২৪ অক্টোবর) শারজায় শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছিল টাইগাররা। ৭৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে একটা সময় জয়ের সুবাসও পাচ্ছিল।

কিন্তু জোড়া ক্যাচ মিসের পরই ম্যাচ ঘুরে যায় লঙ্কানদের দিকে। এরপর বোলারদের উদারতায় আর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। লিটন দাস যে দুজনের ক্যাচ মিস করেছেন, সেই চারিথ আসালাঙ্কা আর ভানুকা রাজাপাকসেই ম্যাচ হাতে তুলে দিয়েছেন লঙ্কানদের।

৫ উইকেট আর ৭ বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কা। আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। সুপার টুয়েলভপর্বে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো টাইগার বাহিনী।

সাকিবের জোড়া আঘাতে গতিরোধ শ্রীলঙ্কার

প্রথম ধাক্কা সামলে ঝড়ো গতিতে এগিয়ে যাওয়া শ্রীলঙ্কাকে থামালেন সাকিব। পরপর দুুই উইকেট নিয়ে গতিরোধ করে দিলেন।

প্রথম আঘাত হানলেন নাসুম

একাদশে ফিরেছেন আজকের ম্যাচে। ওভারের চতুর্থ বলেই আঘাত হানলেন নাসুম আহমেদ।

ডানহাতি পাথুম নিসাঙ্কার সঙ্গে ওপেনিংয়ে কুশাল পেরেরা। তবে ঠিকই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দিয়ে বোলিং শুরু করালেন মাহমুদউল্লাহ। একাদশে ফেরা নাসুম আঘাত করতে নিলেন ৪ বল। সুইপ করতে গিয়ে লাইন মির করে বোল্ড হয়েছেন পেরেরা। বাংলাদেশকে দারুন শুরু এনে দিয়েছেন নাসুম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ,নাসুম আহমেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close