reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুন, ২০২১

বাড়িতে যেভাবে রঙিন চুলের যত্ন নেবেন

আজকাল চুল কালার করা ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকে পাকা চুল ঢাকতেও চুল কালার করে। কিন্তু আমাদের কিছু ভুলের জন্য কালার বেশিদিন স্থায়ী হয় না। আর চুলও অনেক রুক্ষ হয়ে যায়। আবার করোনাকালে সবসময় পার্লারে যেয়ে চুলের যত্ন নেয়া সম্ভব হয় না। তবে কয়েকটি বিষয় মেনে চললে বাড়িতে কালার চুলের যত্ন নেয়া সম্ভব।

১. কালার প্রটেকট্যান্ট শ্যাম্পু ব্যবহার করুন। তাহলে চুলে অনেকদিন কালার থাকবে। আপনার শ্যাম্পু যাতে সালফেট মুক্ত হয় সে বিষয়ে খেয়াল রাখুন।

২. চুল ধোয়ার খুব হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করুন। এরপর কন্ডিশনার দিন। তারপর আবার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. ১৫ দিন পর পর ঘরোয়া উপায়ে বাড়িতে স্পা করুন। এতে করে ঝলমলে ও স্বাস্থ্যকর থাকবে চুল।

৪. হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার যতটা সম্ভব এড়িয়ে চলুন। কারণ এগুলো থেকে নির্গত তাপ চুলের মারাত্মক ক্ষতি করে।

৫. চুলে হট ওয়েল ম্যাসেজ করুন। প্রয়োজনে কয়েক প্রকার তেল একসঙ্গে মিশিয়ে নিন। ভিটামিন এ ক্যাপসুলও মিশিয়ে নিতে পারেন তেলের সঙ্গে।

৬. চুলে ব্রাশ বা চিরুনি ব্যবহারের সময় খুব আলতোভাবে ব্যবহার করুন। এতে করে চুল সহজে ছিড়বে না।

৭. চুলে কালার করার পর তিনদিন চেষ্টা করুন চুল না ভেজানোর। এতে করে চুলের কালার উঠে যাওয়ার বেশি ভয় থাকে না।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রঙিন চুল,করোনাভাইরাস,মহামারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close