বিনোদন প্রতিবেদক

  ০৪ মে, ২০২৪

কবিগুরুর জন্মদিবসে স্বপ্নীল-মিয়ামীর গান চিত্র 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জয়ন্তী মঙ্গলবার (৭মে)। এদিনটিতে প্রকাশ হতে চলেছে দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজীবের কন্ঠে ধারণকৃত রবীন্দ্রনাথের “ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো” গানটি।

স্বপ্নীল সজীবের এই গানচিত্রটি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলেও শোনা যাবে সকল আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্লাটফর্ম এ। গানে নলিনী চরিত্রে স্বপ্নীলের সাথে থাকছে, জনপ্রিয় মডেল ড. মিয়ামী খুলদ। গানচিত্রটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান।

এ প্রসঙ্গে স্বপ্নীল বলেন, প্রেমের কবি রবীন্দ্রনাথ তাঁর জীবনকালে রচনা করেন অসংখ্য প্রেমের কবিতা ও গান। যার মাঝে লুকিয়ে আছে প্রেম, বিরহ, ব্যাকুলতা আর নি:সঙ্গের এক মহাউপাখ্যান। তার লিখা প্রতিটি শব্দই যেন আমার-আপনার কথাই বলে, পাওয়া না পাওয়ার গোলমেলে হিসাব স্মৃতি হাতরে বেড়ায়। যতই গানে , সংগীতায়োজনে আধুনিকতা আসুক না কেন, রবীন্দ্রসংগীত টিকে থাকবে আপন মহিমায়। গুরুদেবের জন্মদিনে তার এই গান আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এই গানের মাধ্যমে।

স্বপ্নীল সজীব বাংলা সংগীতের নানা ধারার গান গেয়ে থাকলেও তিনি রবীন্দ্রনাথের গানের বিশেষ সমাদৃত। বাংলাদেশের পাশাপাশি, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই, ব্রুনাই, মরোক্কো, ইরান, মালেশিয়া, ভারত, নেপাল এ সংগীত পরিবেশন করেছে। গানে হাতে খড়ি লুৎফুন নাহার লতার কাছে। এছাড়া রবীন্দ্র সংগীতের বিয়াহেষ তালিমা নিয়েছে ড. রেজওয়ানা চৌধুরী বন্যা , ওয়াহিদুল হক ( জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ)। এছাড়া তাকে বিশিষ্ট সংগীতশিল্পী হিসেবে অভিজ্ঞানপত্র দিয়ে সম্মান প্রদান করেছে ইউ এস এর সিনেটর , লস এঞ্জেলস এর মেয়র, ভারতীয় হাই কমিশন, ইউ এস অ্যাম্বাসি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অব কালচার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার। বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত, জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি স্বর্ণপদক পান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close