reporterঅনলাইন ডেস্ক
  ২২ মে, ২০২৪

নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি  চেয়ে এফডিসিতে মিছিল

জটলা বেঁধেছেন অভিনয়শিল্পীরা। হাতে বড় ব্যানার, মুখে স্লোগান। কোনও সিনেমার শুটিং নয়, বাস্তবেই এমন দৃশ্য দেখা গেলো চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) আঙিনায়। যেটার মূলে রয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মিছিলরত শিল্পীদের দাবি—চিত্রনায়িকা নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যবৃন্দের ব্যানারে এই মিছিল বুধবার (২২ মে) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন নানা বয়সী অভিনয়শিল্পীরা। মিছিলের ব্যানারে নিপুণের দুটি ছবি যুক্ত করা হয়েছে, যেগুলোতে জুতার মালা পরানো! আর লেখা হয়েছে, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এই ঘটনার সূত্রপাত হয়েছে নিপুণের করা একটি রিট থেকে। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পায় মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল। সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে পরাজিত হন নিপুণ।

ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মালা পরিয়ে বরণ করে নেন এই নায়িকা। কিন্তু এক মাস পর সম্প্রতি হাই কোর্টে রিট করেছেন নিপুণ। তার অভিযোগ, নির্বাচনে অনিয়ম হয়েছে। সেই রিটের সূত্রে সমিতির সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মূলত এরপরই শুরু হয়েছে পাল্টাপাল্টি মন্তব্য।

মিছিলে অংশ নেওয়া শিল্পীদের দাবি, তারা সাধারণ সম্পাদক পদে ডিপজলকেই চান। নিপুণের উদ্দেশে অভিনেত্রী রেবেকা বলেন, ‘এত সুন্দর একটা নির্বাচন হয়েছে। এরপরও আবার নতুন করে নিপুণ এই ধরণের খেলা খেলতে পারো না। তোমার কাছ থেকে আমরা এটা আশা করি না।’

মিছিলের সামনে থাকা আরেক অভিনেত্রীর ভাষ্য, ‘ডিপজল ভাই সবসময় শিল্পীদের বিপদে পাশে থাকেন। আর নিপুণকে অনুরোধ করবো, তুমি এসব নোংরামি বন্ধ করো। ডিপজল ভাইয়ের মতো একজন মানুষের মানহানি করো না। আমাদের সম্মান নিয়ে আর তুমি খেলো না। শিল্পীদের স্বার্থেই ডিপজল ভাইকে দরকার।’

এদিকে বুধবার (২২ মে) বিকালে চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা বৈঠকে বসবেন বলে জানা গেছে। সেখানে তারা চলমান এই সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। গুঞ্জন রয়েছে, নিপুণকে নিষিদ্ধ করাও হতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close