বিনোদন প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০২৪

আলমের পরিচালনায় ‘প্রাইভেট হুজুর’

‘প্রাইভেট হুজুর’ নামে নতুন নাটক নির্মাণ করলেন জিয়া উদ্দিন আলম। যার চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন শামীম শিকদার। গল্প পরিচালকের নিজের। নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন ও লামিমা লাম।

নির্মাতা জিয়া উদ্দিন আলম বলেন, ‘আমরা বিভিন্ন সময় প্রাইভেট শিক্ষকের গল্প শুনেছি বা প্রাইভেট শিক্ষকের গল্প জানি। কিন্তু প্রাইভেট হুজুরের গল্প আমাদের জানা নেই। আমার নির্মিত প্রাইভেট হুজুর ঠিক তেমনি একটি গল্পের নাটক, যে গল্প হয়তো অনেকেরই জানা, কিন্তু তা কখনো প্রকাশ্যে আসেনি।

তিনি আরো বলেন, গল্পটার ভাবনা কিছুদিন আগে যখন মাথায় আসে তখনই মূলত আমি শামীম শিকদারের সঙ্গে আলাপ করি। তিনিও মূল গল্পটা শুনে বেশ মজা পান। নাটকটির গল্প রচনার পর বেশ চমৎকার রূপ দাঁড়ায়, এরপরই তা আমি নির্মাণ করি। গল্প অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে জামিল হোসেন-প্রাইভেট হুজুরের চরিত্রে পারফেক্ট হবেন। যে কারণে তাকে নিয়েই এবং তার বিপরীতে শিক্ষার্থী হিসেবে লামিয়া লামকে নিয়ে নাটকটি নির্মাণ করেছি। দু’জনই দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালোলাগবে।’

জামিল হোসেন বলেন, ‘নির্মাতা গল্প অনুযায়ী ঠিকঠাক ভাবে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আমার চরিত্রটিও ভিন্নরকম। কাজটি মন দিয়ে করার চেষ্টা করেছি। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।’

লামিয়া লাম বলেন, ‘জিয়া উদ্দিন আলম ভাইয়ের নির্দেশনায় কাজটি আমি উপভোগ করেছি। গল্পটা অন্যরকম, যে কারণে আসলে এই কাজটি করা আশা করি দর্শকদেরও ভালোলাগবে। কারণ দর্শক একটু ডিফরেন্ট গল্পের নাটক দেখতে চান। প্রাইভেট হুজুর ঠিক সেই ধরনেরই একটি নাটক।’

নির্মাতা সূত্রে জানা গেছে নাটকটি আজ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close