জাবি প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২০

সভাপতিকে ছাড়াই জাবি ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তবে বিক্ষোভ মিছিলে ছিলেন না শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মাইনুল হুসাইন রাজন।

এসময় মাইনুল হুসাইন রাজন বলেন, ‘গত ছয় মাস যাবত সাধারণ সম্পাদক ক্যাম্পাসে নেই। সভাপতিকেও সব সময় পাওয়া যায় না। এভাবে একটি গুরুত্বপূর্ণ ইউনিট চলতে পারে না। তাই সভাপতিকে ছাড়াই শাখা ছাত্রলীগের কর্মসূচি পালন করবো। আমাদের পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, বায়েজিদ রানা কলিংস, জহিরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান, অভিষেক মন্ডল প্রমুখ সহ বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হল, শহীদ সালাম-বরকত হল, মীর মশাররফ হোসেন হল, মওলানা ভাসানী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ রফিক-জব্বার হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

তবে এতে আ ফ ম কামাল উদ্দিন হল ও ছাত্রী হলগুলোর নেতৃবৃন্দ অংশ নেয়নি।

মিছিলে অংশ না নেওয়ার বিষয়ে সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘আমি কর্মসূচি পালন করার জন্য কেন্দ্রের সাথে কথা বলেছিলাম। তবে তারা বলেছে, এরকম কর্মসূচির দরকার নেই। তারা তাদেরকেও (মিছিলে অংশগ্রহণকারী) বলেছে। কিন্তু তারা নিষেধ অমান্য করে কর্মসূচি পালন করেছে।’

তবে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমতি নিয়েই কর্মসূচি পালন করেছি।’

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন দেয়া হলেও তারা রিসিভ করেননি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি ছাত্রলীগ,হরতালবিরোধী,মিছিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close