reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০২১

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতরা ডাকাত বলে জানালেও র‌্যাব তাদের পরিচয় জানাতে পারেনি।

র‌্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, ভোরবেলা ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে ডাকাতদল। র‌্যাব পাল্টা গুলি করলে পালিয়ে যায় ডাকাতদলের কয়েকেজন। পরে ঘটনাস্থলে আহত দুই ডাকাতকে পাওয়া যায়। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নাঈম। তবে কয়টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবা পাওয়া গেছে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,বন্দুকযুদ্ধ,ডাকাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close