reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৭

সাভার জঙ্গি আস্তানা

বোম্ব ডিসপোজাল ইউনিট আসলেই ফের অভিযান

বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান।

শনিবার সকালে এ কথা জানান তিনি। এর আগে শুক্রবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অভিযান স্থগিত ঘোষণা করা হয়। শুক্রবার সন্ধ্যার পর থেকে সাভারের গেণ্ডা মহল্লায় আনোয়ার মোল্লার ৫তলা বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখার পর অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা ওই বাড়ির নিচতলায় তল্লাশি চালায়। নিচতলা থেকে জঙ্গি কর্মকাণ্ড সংশ্লিষ্ট কোনো কিছু পাওয়া যায়নি।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকার সাকিবের মালিকানাধীন ৬তলা বাড়ি ঘিরে রেখে বাড়িটির ২য় তলায় তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে ২য় তলায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ জঙ্গি কর্মকাণ্ড সংশ্লিষ্ট দ্রব্য পাওয়া যায়। তবে বাড়িটিতে অভিযান চালানোর আগেই জঙ্গিরা পালিয়ে যায়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাভার,জঙ্গি আস্তানা,ফের অভিযান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist